শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| রাত ৯:১৫

‘রাজা’ মন্তব্যে দুই বছর পর ক্ষমা চাইলেন হাসান আলি

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১৮, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
'রাজা’ মন্তব্যে দুই বছর পর ক্ষমা চাইলেন হাসান আলি

‘রাজা’ মন্তব্যে দুই বছর পর ক্ষমা চাইলেন হাসান আলি

২০২৩ সালে বাবর আজমকে নিয়ে দেওয়া একটি মন্তব্যের জন্য দুই বছর পর ক্ষমা চাইলেন পাকিস্তানি পেসার হাসান আলি। বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন তিনি, আর সেই টুর্নামেন্ট চলাকালীন এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালে বাবরকে ‘রাজা’ আখ্যা দিয়ে হাসান বলেছিলেন, “রাজা করে নেবে।” তার অর্থ ছিল, বাবর অন্যদের চেয়ে ভালো খেলবেন ও রান করবেন। কিন্তু বাস্তবে বাবর আজম সেবার একের পর এক ম্যাচে ব্যর্থ হন, রান পাননি, যার ফলে হাসানের সেই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে হাসান আলি বলেন, “মানুষ যদি এখন মনে করে ‘রাজা করতে পারবে না’ বললে বাবর রানে ফিরবে, তাহলে আমি সেটা বলতে রাজি।” তিনি আরও বলেন, “আগে আমি বলেছিলাম ‘রাজা করে নেবে’। এরপর অনেক কিছু হয়েছে, মানুষ অনেক কথা বলেছে। কেউ যদি মনে করেন আমি ভুল করেছিলাম, তাহলে আমি ক্ষমা চাইছি। তবে আমার বিশ্বাস একই—বাবর সেরা, ও রানে ফিরবেই। সকলেরই খারাপ সময় আসে।”

পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন হাসান। প্রথম দুই ম্যাচে পেয়েছেন পাঁচ উইকেট, এর মধ্যে লাহোর কালান্দার্সের বিপক্ষে নিয়েছেন চারটি। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ২৫ বলে ২৭ রান। যদিও তার দল জয় পায়নি, বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে করাচি কিংস।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি