শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| রাত ৯:১৫

‘উগ্র জাতীয়তাবাদের চাপে নয়, বাস্তবতার ভিত্তিতে দেশপ্রেমিক ছবি হওয়া উচিত’— মন্তব্য ইমরান হাশমির

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১৭, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
‘উগ্র জাতীয়তাবাদের চাপে নয়, বাস্তবতার ভিত্তিতে দেশপ্রেমিক ছবি হওয়া উচিত’— মন্তব্য ইমরান হাশমির

‘উগ্র জাতীয়তাবাদের চাপে নয়, বাস্তবতার ভিত্তিতে দেশপ্রেমিক ছবি হওয়া উচিত’— মন্তব্য ইমরান হাশমির

চলচ্চিত্রে দেশপ্রেম সবসময়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মনোজ কুমার থেকে শুরু করে অক্ষয় কুমার কিংবা শাহরুখ খান— অনেক তারকাই দেশপ্রেম-ভিত্তিক সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দেশপ্রেমিক সিনেমার নামে উগ্র জাতীয়তাবাদের প্রচার বাড়ছে বলে সমালোচনা শুরু হয়েছে।

এই প্রসঙ্গে সম্প্রতি নিজের মতামত প্রকাশ করেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি কোনও ছবিতে জোর করে দেশপ্রেম ঢোকানো হয়, তাহলে সেটি আরোপিত ও অপ্রাসঙ্গিক মনে হয়। দর্শকরাও সহজেই তা বুঝতে পারেন— কাহিনির দৃশ্যগুলো বাস্তবসম্মত কি না।

ইমরান হাশমি অভিনীত পরবর্তী ছবি ‘গ্রাউন্ড জিরো’— এটি একটি দেশপ্রেমমূলক সিনেমা, যার প্রযোজনা করেছেন ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানি। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নরেন্দ্রনাথ ধর দুবের জীবন অবলম্বনে নির্মিত এই ছবির গল্প সত্য ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইমরান জানান, এই ধরনের প্রকল্পে কাজ শুরুর আগে তিনি নিশ্চিত হন, জাতীয়তাবাদের নামে অতিরঞ্জন করা হচ্ছে কি না।

তিনি বলেন, ২০০১ সালে যা ঘটেছিল, সেই সত্য ঘটনাকেই তুলে ধরা হয়েছে বিনোদনের নাটকীয় আবহে। তবে তিনি সতর্ক করেছেন যে, এমন সংবেদনশীল কাহিনিতে সামান্য অতিরঞ্জনও ভারসাম্য নষ্ট করতে পারে।

সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ে সিনেমা নির্মাণের সময় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন ইমরান। তার কথায়, “এই বাহিনীর সদস্যদের পরিবারের মানুষরাও ছবিটি দেখবেন, তাই প্রতিটি খুঁটিনাটিতে বাস্তবতা ও সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।”

ইমরান হাশমির এই মন্তব্য বলিউডে দেশপ্রেমচিত্রের বর্ণনা এবং তার উপস্থাপনের ধরন নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত