ইউএসএআইডির সহায়তা বন্ধে ম্যালেরিয়া ও এইচআইভি ওষুধের সংকট
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বৈদেশিক সাহায্য স্থগিতের সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। তার এই আকস্মিক সিদ্ধান্তের ফলে বিশ্বের কিছু দরিদ্রতম দেশে এইচআইভি ও ম্যালেরিয়ার মতো রোগের বিরুদ্ধে লড়াইয়ে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) সাধারণত এইচআইভি, ম্যালেরিয়া ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কিত চিকিৎসা সরঞ্জামের জন্য বছরে প্রায় ৬০০ মিলিয়ন ডলারের অর্ডার দিয়ে থাকে। এর আওতায় ওষুধ, ডায়াগনস্টিক কিট ও মশারি সরবরাহ করা হয়। তবে ট্রাম্প প্রশাসনের সহায়তা স্থগিতের ফলে আগাম পরিকল্পিত অর্ডারও আটকে গেছে, যার ফলে চিকিৎসা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এতে মার্কিন কোম্পানি অ্যাবট, সুইস প্রতিষ্ঠান রোচে এবং ভারতের সিপলা, হেটেরো ও অরবিন্দের মতো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি বহু উন্নয়নশীল দেশেও চিকিৎসা সংকট দেখা দিয়েছে।
আফ্রিকান ইউনিয়নের লিয়াজোঁ ম্যানেজার ফিৎসুম লাকেও আলেমায়েহু এ প্রসঙ্গে বলেন, ‘আফ্রিকায় লাখো মানুষ এই চিকিৎসা সহায়তার ওপর নির্ভরশীল। সহায়তা বন্ধ থাকলে এই সংকট আরও গুরুতর আকার ধারণ করতে পারে।’
তবে ট্রাম্প প্রশাসন ৯০ দিনের পর্যালোচনা শেষে সহায়তা পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই দীর্ঘসূত্রতা সরবরাহ ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলবে, যা কাটিয়ে ওঠা সহজ হবে না।