সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১০:২৮

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাকিস্তান মহারণ

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাকিস্তান মহারণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাকিস্তান মহারণ

বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের জন্য বিরল এই দ্বৈরথ আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মঞ্চস্থ হতে চলেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

এই দুই দল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল, যেখানে পাকিস্তান জয়ী হয়েছিল। এবার ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে এবং প্রতিপক্ষের কাছে আগের পরাজয়ের শোধ নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে। অন্যদিকে, পাকিস্তান টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে।

ভারতীয় ওপেনার শুভমান গিল মনে করেন, পাকিস্তানকে হারাতে হলে আগে ব্যাট করে ৩০০-৩২৫ রান করা দরকার। তিনি বলেছেন, “এই উইকেটে মাঝের ওভারে ভালো ব্যাটিং করতে পারলেই জয়ের সম্ভাবনা বাড়বে। শিশির না থাকলে টসের ভূমিকা কম হবে, তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দলের ওপর চাপ বেশি থাকবে।”

পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ মনে করছেন, তাদের শক্তি পেস বোলিং এবং সেটাকেই কাজে লাগিয়ে ভারতকে চাপে ফেলতে হবে। তিনি বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই আলাদা উন্মাদনা নিয়ে আসে। ক্রিকেটারদের উচিত মাঠের খেলায় মনোযোগ দেওয়া, কারণ জয়-পরাজয় খেলারই অংশ।”

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দুই দল ৫ বার মুখোমুখি হয়েছে, যেখানে পাকিস্তান ৩ বার ও ভারত ২ বার জয় পেয়েছে। তবে আইসিসির সব ইভেন্ট মিলিয়ে ভারতের আধিপত্য স্পষ্ট। দুই দলের মোট ২১ দেখায় ভারত ১৭ বার জিতেছে, যার মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচেই জয় ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৮ ম্যাচের ৭টিতে ভারত জয়ী।

আজকের ম্যাচে দুই দলের লড়াই কেমন জমে ওঠে, সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ