মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫| রাত ৪:৩৭

১৮ বছর ধরে অনুভব সিনহার সঙ্গে কথা বলেন না অজয় দেবগন

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
১৮ বছর ধরে অনুভব সিনহার সঙ্গে কথা বলেন না অজয় দেবগন

১৮ বছর ধরে অনুভব সিনহার সঙ্গে কথা বলেন না অজয় দেবগন

‘আর্টিকেল ফিফটিন’ খ্যাত পরিচালক অনুভব সিনহা এবং বলিউড তারকা অজয় দেবগনের মধ্যে দীর্ঘ ১৮ বছর ধরে কোনো যোগাযোগ নেই। ২০০৭ সালে অনুভবের পরিচালিত ছবি ‘ক্যাশ’-এ অভিনয় করেছিলেন অজয়, সেটিই ছিল তাদের একসঙ্গে করা শেষ কাজ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, কোনো দ্বন্দ্ব ছাড়াই এত বছর ধরে অজয়ের সঙ্গে কথা হয়নি অনুভবের। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, তিনি একাধিকবার অজয়কে মেসেজ পাঠালেও কোনো উত্তর পাননি।

অনুভব বলেন, “কোনো ঝগড়া হয়নি, তবুও অজয় আমার সঙ্গে কথা বলেন না। আমি কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। হয়তো তিনি আমার মেসেজ দেখেননি।”

তবে এতদিন কথা না হলেও অজয়কে নিজের প্রিয় মানুষদের একজন বলেই মনে করেন অনুভব। তিনি জানান, অজয় শুধু দুর্দান্ত একজন অভিনেতা নন, বরং বিপদে পড়া বন্ধুদের সাহায্যে সবসময় এগিয়ে আসেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত