অবৈধ সম্পদের অভিযোগে সাবেক কর কর্মকর্তা রঞ্জিত ও স্ত্রী ঝুমুরের বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ দুটি মামলা দায়ের করেন।
প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, রঞ্জিত কুমার তালুকদার জ্ঞাত আয়ের বাইরে ২ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১০৫ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন। তার স্ত্রী ঝুমুর মজুমদার স্বামীর সহায়তায় ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করেছেন। এ কারণে তাদের উভয়ের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, এ দুই মামলায় রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে। মামলা দুটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় করা হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ১৬ অক্টোবর রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর চলতি বছরের ১৬ মার্চ আদালতের আদেশে তার ও তার স্ত্রীর নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
সূত্র মতে, রঞ্জিত কুমার তালুকদার ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (কর ক্যাডার) কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন এবং সর্বশেষ ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান।