জাপানকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি এখন ক্যালিফোর্নিয়া
বিশ্ব অর্থনীতিতে নতুন চমক দিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য।
এশিয়ার অন্যতম অর্থনৈতিক পরাশক্তি জাপানকে পেছনে ফেলে এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তির আসনে বসেছে ক্যালিফোর্নিয়া।
বুধবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউএস ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের তথ্যের ভিত্তিতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ ঘোষণা দেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজিডিপির দিক থেকে বড় মাইলফলক
উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) দাঁড়িয়েছে ৪.১০ ট্রিলিয়ন ডলারে।
এদিকে একই বছরে জাপানের জিডিপি হয়েছে ৪.০১ ট্রিলিয়ন ডলার।
ফলে অর্থনৈতিক শক্তির দিক থেকে এখন ক্যালিফোর্নিয়ার ঠিক সামনে রয়েছে শুধু আমেরিকা, চীন এবং জার্মানি।
- তথ্যযুক্তরাষ্ট্রের জিডিপি: ২৯.১৮ ট্রিলিয়ন ডলার
- চীনের জিডিপি: ১৮.৭৪ ট্রিলিয়ন ডলার
- জার্মানির জিডিপি: ৪.৬৫ ট্রিলিয়ন ডলার
ক্যালিফোর্নিয়ার জিডিপি: ৪.১০ ট্রিলিয়ন নিউসমের প্রতিক্রিয়া
বিবৃতিতে গভর্নর গ্যাভিন নিউসম বলেন,
“ক্যালিফোর্নিয়া শুধু বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মেলায় না, বরং গতিপথও নির্ধারণ করে।”
তিনি আরও বলেন,“আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে কারণ আমরা জনগণের ওপর বিনিয়োগ করি, স্থিতিশীলতা বজায় রাখি এবং উদ্ভাবনী শক্তিকে গুরুত্ব দিই।”
তবে গভর্নর নিউসম সতর্ক করে দিয়ে জানান, আমেরিকার বর্তমান সরকারের বেপরোয়া শুল্কনীতি ক্যালিফোর্নিয়ার অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে।
তার ভাষায়“ক্যালিফোর্নিয়ার অর্থনীতি জাতিকে শক্তি যোগাচ্ছে, আর তাই আমাদের এই অর্থনৈতিক শক্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে।ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াই
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের ঘোষণা নিয়ে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম আদালতের দ্বারস্থ হন।
গত ১৭ এপ্রিল নিউসম ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতার বিরুদ্ধে মামলা করেন।
বিরোধী ডেমোক্র্যাট দলীয় এই রাজনীতিবিদকে আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছক্যালিফোর্নিয়ার অর্থনৈতিক অবদান
ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষি উৎপাদনের বিশাল অংশ জোগান দেয়।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি যেমন অ্যাপল, গুগল, ফেসবুক, টেসলা প্রভৃতি প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়াকেই তাদের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
এ ছাড়া আমেরিকার বৃহত্তম দুটি সমুদ্রবন্দর — লস অ্যাঞ্জেলেস এবং লং বিচ — এই রাজ্যেই অবস্থিত, যা বৈশ্বিক বাণিজ্যে বিশাল ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, ক্যালিফোর্নিয়ার এই আর্থিক অর্জন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায়ও বড় প্রভাব ফেলবে।