রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৪

ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৫, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র, মাঝারি ও মাইক্রো (সিএমএসএমই) ঋণ এবং অন্যান্য ঋণের ক্ষেত্রে প্রভিশন বা সংস্থান সংরক্ষণের নিয়ম শিথিল করেছে। এ উদ্যোগের লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক খাতে ঋণপ্রবাহ আরও গতিশীল করা।


নতুন নির্দেশনা

৪ ডিসেম্বর জারি করা এক সার্কুলারে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রভিশন সংরক্ষণের নতুন হার জানানো হয়েছে।

  1. সিএমএসএমই ঋণ:
    • নিম্নমানের খেলাপি ঋণের জন্য ৫% প্রভিশন।
    • সন্দেহজনক বা মধ্যম মানের ঋণের জন্য ২০%।
    • মন্দ ও ক্ষতি মানের ঋণের জন্য ১০০%।
  2. অন্যান্য ঋণ:
    • নিম্নমানের খেলাপি ঋণের জন্য ২০%।
    • সন্দেহজনক ঋণের জন্য ৫০%।
    • মন্দ ও ক্ষতি মানের ঋণের জন্য ১০০%।
  3. বিশেষ উল্লেখ হিসাব (এসএমএ):
    • বকেয়া স্থিতি থেকে স্থগিত সুদ বাদ দিয়ে ৫% হারে প্রভিশন।
    • সিএমএসএমই ঋণের জন্য প্রভিশন হার হবে ০.২৫%।

প্রভাব ও উদ্দেশ্য

এ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই খাতের ঋণ সহজলভ্য করার পাশাপাশি ঋণ খেলাপি ঝুঁকি মোকাবিলায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। একই সঙ্গে এটি কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ