প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ২:১৫ অপরাহ্ণ
ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র, মাঝারি ও মাইক্রো (সিএমএসএমই) ঋণ এবং অন্যান্য ঋণের ক্ষেত্রে প্রভিশন বা সংস্থান সংরক্ষণের নিয়ম শিথিল করেছে। এ উদ্যোগের লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক খাতে ঋণপ্রবাহ আরও গতিশীল করা।
নতুন নির্দেশনা
৪ ডিসেম্বর জারি করা এক সার্কুলারে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রভিশন সংরক্ষণের নতুন হার জানানো হয়েছে।
- সিএমএসএমই ঋণ:
- নিম্নমানের খেলাপি ঋণের জন্য ৫% প্রভিশন।
- সন্দেহজনক বা মধ্যম মানের ঋণের জন্য ২০%।
- মন্দ ও ক্ষতি মানের ঋণের জন্য ১০০%।
- অন্যান্য ঋণ:
- নিম্নমানের খেলাপি ঋণের জন্য ২০%।
- সন্দেহজনক ঋণের জন্য ৫০%।
- মন্দ ও ক্ষতি মানের ঋণের জন্য ১০০%।
- বিশেষ উল্লেখ হিসাব (এসএমএ):
- বকেয়া স্থিতি থেকে স্থগিত সুদ বাদ দিয়ে ৫% হারে প্রভিশন।
- সিএমএসএমই ঋণের জন্য প্রভিশন হার হবে ০.২৫%।
প্রভাব ও উদ্দেশ্য
এ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই খাতের ঋণ সহজলভ্য করার পাশাপাশি ঋণ খেলাপি ঝুঁকি মোকাবিলায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। একই সঙ্গে এটি কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Copyright © 2025 Deshjogot News. All rights reserved.