মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| দুপুর ২:৫৯

১ বলে ১৫ রান, বিপিএলে বিশ্বরেকর্ড

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

১ বলে ১৫ রান, বিপিএলে বিশ্বরেকর্ড

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের দলের জন্য দুর্দান্ত শুরুর প্রয়োজন ছিল। সেই শুরুটা এনে দিলেন খুলনার বোলার ওশান থমাস—কিন্তু অন্যভাবে! একের পর এক নো বল এবং ওয়াইডের কারণে মাত্র এক বলেই যোগ হলো ১৫ রান, যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সর্বাধিক রানের নতুন বিশ্বরেকর্ড।

ইনিংসের প্রথম বলেই নাইম শেখ আউট হলেও নো-বলের কারণে বেঁচে যান। সেখান থেকেই শুরু হয় থমাসের দুঃস্বপ্ন। ফ্রি-হিটের পর বৈধ বল করতে গিয়ে বারবার ব্যর্থ হন তিনি। নো এবং ওয়াইডের মিশেলে এক বলেই রানসংখ্যা পৌঁছে যায় ১৫-তে।

এর আগে এক বলে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড গড়েছিলেন ভারতের যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে নো-বল এবং ছক্কার সমন্বয়ে এই কীর্তি করেছিলেন তিনি। কিন্তু এবার বিপিএল সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল।

ওশান থমাসের প্রথম বলটি ছিল নো, যেখানে ক্যাচ আউট হন নাইম। ফ্রি-হিটের পর ডট বল আসে। এরপর একাধিক নো-বল এবং ওয়াইডের কারণে রান জমতে থাকে স্কোরবোর্ডে। নো-বলে ছক্কা, দুই ওয়াইড এবং আরও একটি নো-বলে চার—এই সব মিলিয়ে প্রথম বলেই উঠল ১৫ রান।

অবশেষে বৈধ বল করার পর ডট দিয়ে ওভারের এই নাটকীয়তা শেষ করেন থমাস। তবে এই বলের পরে ফ্রি-হিটে ক্যাচ আউট হলেও নাইম ফের বেঁচে যান। দ্বিতীয় ফ্রি-হিটেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি এবং শেষ পর্যন্ত ক্যাচ দিয়ে ফেরেন।

যদিও এই রেকর্ডটি মাঠের খেলার অংশ, তবে ক্রিকেট ইতিহাসে এক বলে সবচেয়ে বেশি রানের একটি অদ্ভুত ঘটনা ঘটে ১৮৬৫ সালে। অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া ম্যাচে, গাছে বল আটকে যাওয়ার কারণে ২৮৬ রান তুলেছিল একটি দল। তথ্যটি পল-মল গ্যাজেট ম্যাগাজিনে উল্লেখিত।

এমন অদ্ভুত রেকর্ডের সাক্ষী হয়ে রইল বিপিএল, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

আইন-শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণে কমান্ড সেন্টার তৈরির নির্দেশ

মানবপাচার ও অর্থপাচার রোধে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের আশ্বাস আইজিপির

মানবপাচার ও অর্থপাচার রোধে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের আশ্বাস আইজিপির

তহবিল সংকটে শত শত কর্মী ছাঁটাইয়ের পথে জাতিসংঘের মানবিক সংস্থা

তহবিল সংকটে শত শত কর্মী ছাঁটাইয়ের পথে জাতিসংঘের মানবিক সংস্থা

ইতিহাসের এই দিনে (১ জুলাই, ২০২৫)

ইতিহাসের এই দিনে (১৩ জুন, ২০২৫)

আজকের আবহাওয়া (১ জুলাই, ২০২৫)

আজকের আবহাওয়া (১০ এপ্রিল, ২০২৫)

ভির্টজ ও রদ্রিগোকে দলে টানতে বড় পরিকল্পনায় ম্যানচেস্টার সিটি

ভির্টজ ও রদ্রিগোকে দলে টানতে বড় পরিকল্পনায় ম্যানচেস্টার সিটি

ড. ইউনূসের বাসভবনে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক, কয়েকটি দফায় চলছে আলোচনা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্য গঠনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। বিকাল সাড়ে ৫টার দিকে তারা একে একে গাড়িতে করে যমুনায় প্রবেশ করেন। তবে উপস্থিত নেতাদের দলীয় পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার বৈঠক সন্ধ্যা ৬টার আগে শুরু হয়, যেখানে অংশ নিচ্ছেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হওয়া দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিচ্ছেন ইসলামী দলসমূহের নেতারা। এ দফায় আলোচনায় অংশ নেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি। এর আগে, বিকেল পাঁচটায় ড. ইউনূসের সঙ্গে প্রায় আধাঘণ্টার একটি বৈঠক করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এ আলোচনা ছিল ‘গঠনমূলক ও প্রয়োজনীয়’। দেশের রাজনৈতিক সংকট নিরসনে এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ড. ইউনূসের বাসভবনে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক, কয়েকটি দফায় চলছে আলোচনা

তৃতীয় সংসারেও ভাঙনের পথে হৃদয় খান

তৃতীয় সংসারেও ভাঙনের পথে হৃদয় খান

নতুন বছরে দেশের অর্থনীতির চ্যালেঞ্জ: সম্ভাবনা ও করণীয়

নতুন বছরে দেশের অর্থনীতির চ্যালেঞ্জ: সম্ভাবনা ও করণীয়

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার চেয়ে ট্রাইব্যুনালে যাবে শহিদ পরিবার।