শনিবার, ১২ই জুলাই, ২০২৫| বিকাল ৪:১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১ জুলাই ঘোষণা করা হলো ‘প্রথম প্রতিরোধ দিবস’

প্রতিবেদক
staffreporter
জুলাই ১২, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১ জুলাই ঘোষণা করা হলো ‘প্রথম প্রতিরোধ দিবস’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১ জুলাই ঘোষণা করা হলো ‘প্রথম প্রতিরোধ দিবস’

২০২৪ সালের ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিক প্রতিরোধের স্মরণে দিনটিকে ‘জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই’ শীর্ষক এই আয়োজনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী। উপদেষ্টা আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, “১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রতিরোধ দেখিয়েছিল, তা সারাদেশের আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছিল। ওই দিনই স্বৈরাচারী হাসিনা সরকারের নির্দেশে আন্দোলন দমন করতে হামলার সূচনা হয় কুবি ক্যাম্পাসেই।”

তিনি জানান, ওই সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রতিবাদ ছড়িয়ে পড়ে, তা রাজধানীসহ সারাদেশে আন্দোলনের মাত্রা বাড়িয়ে দেয়। “আপনারা শুধু সেদিন অবরোধ সফল করেননি, বরং রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে রেখে ইতিহাস গড়েছিলেন,” — বলেন উপদেষ্টা।

এই প্রতিরোধকে স্থায়ীভাবে স্মরণ রাখার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই মিনার’ স্থাপনকে স্বাগত জানিয়ে তিনি আরও জানান, যেখানে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করেছিলেন, সেই স্থানেও ‘প্রতিরোধ মিনার’ নির্মাণ করবে সরকার। উদ্দেশ্য, যাতে সাধারণ মানুষ চলার পথেই এ ইতিহাস মনে রাখতে পারে।

অনুষ্ঠানে উপদেষ্টা ঘোষণা দেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়কে তিনটি বাস উপহার দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই মিনার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা নিজেই।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি