শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫| রাত ৪:৩৪

ব্লুটুথ নির্ভর বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘বিটচ্যাট’ আনছেন জ্যাক ডরসি

প্রতিবেদক
staffreporter
জুলাই ১০, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
ব্লুটুথ নির্ভর বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘বিটচ্যাট’ আনছেন জ্যাক ডরসি

ব্লুটুথ নির্ভর বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘বিটচ্যাট’ আনছেন জ্যাক ডরসি

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘বিটচ্যাট’ নামের একটি নতুন অ্যাপ নিয়ে আসছেন টুইটার (বর্তমানে এক্স) এর সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি। ব্যতিক্রমধর্মী এই অ্যাপটি ইন্টারনেট ছাড়াই ব্লুটুথ মেশ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করবে, যার ফলে মোবাইল ডেটা, ওয়াই-ফাই, এমনকি ফোন নম্বর বা ইমেইল ছাড়াও বার্তা আদান-প্রদান সম্ভব হবে।

সম্প্রতি এক্স-এ দেওয়া এক পোস্টে ডরসি জানান, বিটচ্যাট অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগ্রহীরা ‘টেস্টফ্লাইট’ অ্যাপের মাধ্যমে এর প্রাথমিক সংস্করণ ব্যবহার করতে পারবেন। একইসাথে গিটহাবে অ্যাপটির হোয়াইট পেপার প্রকাশ করা হয়েছে, যেখানে এর প্রযুক্তিগত কাঠামো ও উদ্দেশ্য তুলে ধরা হয়েছে।

বিটচ্যাট অ্যাপটি একটি বিকেন্দ্রীকৃত ও পিয়ার-টু-পিয়ার যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে, যেখানে ব্যবহারকারীদের ডিভাইসগুলো কাছাকাছি এলে নিজস্ব ‘ব্লুটুথ ক্লাস্টার’ গঠন করে বার্তা পাঠায় ও গ্রহণ করে। এই মেসেজগুলো এনক্রিপ্ট করা থাকে এবং ফোনে অস্থায়ীভাবে সংরক্ষিত হয়; কোনো কেন্দ্রীয় সার্ভারে জমা হয় না, বরং নির্দিষ্ট সময় পর মুছে যায়। এতে ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষিত থাকে।

অ্যাপটির আরেকটি বিশেষ দিক হলো ‘ব্রিজ ডিভাইস’ প্রযুক্তি, যা একাধিক ব্লুটুথ ক্লাস্টারকে যুক্ত করে বার্তা পাঠানোর পরিসর বাড়াতে সাহায্য করে। এই প্রযুক্তির ফলে ইন্টারনেট ছাড়াও অনেক দূরের ব্যবহারকারীর কাছেও বার্তা পৌঁছানো সম্ভব হয়।

ডরসি এই অ্যাপকে তাঁর ব্যক্তিগত গবেষণার অংশ হিসেবে উল্লেখ করেছেন। এটি তাঁর দীর্ঘদিনের গোপনীয়তা ও সেন্সরশিপ বিরোধী অবস্থানকেই প্রতিফলিত করছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি