বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫| বিকাল ৪:২৩

গুজরাটে সেতু ধসে ৩ জনের মৃত্যু, সরকারের অবহেলা নিয়ে বিরোধীদের তোপ

প্রতিবেদক
staffreporter
জুলাই ৯, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
গুজরাটে সেতু ধসে ৩ জনের মৃত্যু, সরকারের অবহেলা নিয়ে বিরোধীদের তোপ

গুজরাটে সেতু ধসে ৩ জনের মৃত্যু, সরকারের অবহেলা নিয়ে বিরোধীদের তোপ

ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা জেলার মাহী নদীর ওপর নির্মিত একটি সেতুর একাংশ ধসে পড়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী এই সেতু বুধবার সকালে হঠাৎ ধসে পড়ে, ফলে সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়।

স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। পিটিআই জানিয়েছে, প্রায় চার দশক আগে নির্মিত এই সেতু থেকে একটি গাড়ি নদীতে পড়ে তিনজন নিহত হন এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গুজরাট সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল বলেন, দুর্ঘটনার কারণ জানতে কারিগরি ও সেতু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ইতোমধ্যে ২১২ কোটি রুপির নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুটি ১৯৮৩-৮৪ সালের মধ্যে নির্মাণ করা হয় এবং এটি সম্প্রতি মেরামতও করা হয়েছিল। তা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটায় উদ্বেগ বাড়ছে। দুর্ঘটনার পর ভদোদরামুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা অমিত চাভদা বলেছেন, সেতুটি বিপজ্জনক হলে কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি? এটি সরকারের চরম অবহেলার ফল। আম আদমি পার্টির নেতা ইসুদান গাধভি বলেছেন, ব্রিজের বেহাল অবস্থায় যান চলাচল বন্ধ না করা চরম দায়িত্বহীনতার পরিচয়।

এই দুর্ঘটনা গুজরাটের পরিকাঠামোগত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি