বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫| বিকাল ৪:২১

ক্রুস্ক ও বেলগোরোদ দখলের হুমকি ইউক্রেন সেনাপ্রধানের, রাশিয়ার প্রতিক্রিয়া নেই

প্রতিবেদক
staffreporter
জুলাই ৯, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
ক্রুস্ক ও বেলগোরোদ দখলের হুমকি ইউক্রেন সেনাপ্রধানের, রাশিয়ার প্রতিক্রিয়া নেই

ক্রুস্ক ও বেলগোরোদ দখলের হুমকি ইউক্রেন সেনাপ্রধানের, রাশিয়ার প্রতিক্রিয়া নেই

রাশিয়ার সীমান্তঘেঁষা দুই প্রদেশ—ক্রুস্ক এবং বেলগোরোদ—দখলের হুমকি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেক্সান্দার সাইরিস্কি। মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইউক্রেন শিগগিরই এই দুটি প্রদেশে অভিযান চালাবে এবং দখলে নেবে।

জেনারেল সাইরিস্কি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালের মাঝামাঝি ইউক্রেনীয় বাহিনী ক্রুস্ক আংশিক দখল করলেও কয়েক মাসব্যাপী তীব্র সংঘর্ষের পর গত এপ্রিলের শেষ দিকে রুশ বাহিনী সেখান থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দেয়। ওই সংঘাতে দু’পক্ষের হাজার হাজার সেনা প্রাণ হারান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই সময় ক্রুস্কের পরিস্থিতিকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়ে দাবি করেন, সেখানে ইউক্রেনের ৭৬ হাজার সেনা নিহত হয়েছে।

সাইরিস্কির নতুন হুমকির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর কেউ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

উল্লেখ্য, গত জুন থেকে যুদ্ধবিরতির লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে রুশ-ইউক্রেন প্রতিনিধিদের মধ্যে সংলাপ চললেও, উভয় দেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা অব্যাহত রেখেছে।

সূত্র: আরটি.

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি