বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫| রাত ৪:২৮

ইরান-সৌদি বৈঠক রিয়াদে, আলোচনায় ইসরায়েল-সংঘাত ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা

প্রতিবেদক
staffreporter
জুলাই ৯, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
ইরান-সৌদি বৈঠক রিয়াদে, আলোচনায় ইসরায়েল-সংঘাত ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা

ইরান-সৌদি বৈঠক রিয়াদে, আলোচনায় ইসরায়েল-সংঘাত ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা

মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিপক্ষ ইরান ও সৌদি আরব এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাত শেষে ২৫ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুই দেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, বৈঠকের মূল আলোচ্য ছিল ইরান-ইসরায়েল সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির পক্ষ থেকে সংঘাতকালে ইসরায়েলবিরোধী অবস্থান গ্রহণ করায় কৃতজ্ঞতা জানান। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে এবং রিয়াদ আঞ্চলিক বিরোধ কূটনৈতিকভাবে সমাধানে ইরানকে সহযোগিতা করবে।

আলোচনায় ইঙ্গিত আসে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংকটের দিকেও। গত ১২ জুন ইসরায়েল বিমান হামলায় ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনায় আঘাত হানে এবং পরে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়ে ইরানের তিনটি শহরে হামলা চালায়। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপও স্থগিত হয়ে যায়।

২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহ ও সিরিয়ায় ইরানের প্রভাবকে কেন্দ্র করে তেহরান-রিয়াদ সম্পর্কের অবনতি ঘটে এবং ২০১৬ সালে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে চীনের মধ্যস্থতায় ২০২৩ সালে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দুই দেশ।

এই বৈঠক মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: এএফপি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি