জ্যারমাট আল্ট্রা ম্যারাথনে বাংলাদেশের পতাকা হাতে দৌড়ালেন শিব শংকর পাল
বিশ্বের অন্যতম সুন্দর দেশ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জ্যারমাট আল্ট্রা ম্যারাথন, যেখানে বাংলাদেশের ক্রীড়াবিদ শিব শংকর পাল হাতে তুলে নিলেন লাল-সবুজের পতাকা। গত শনিবার (৫ জুলাই) দেশটির বিখ্যাত আল্পস পর্বতের গরনারগ্রাটের সেন্ট নিকলাস গির্জা থেকে শুরু হয়ে রিফেলবার্গে গিয়ে শেষ হয় এ ম্যারাথন।
৪৯.৫ কিলোমিটার দীর্ঘ এই দুর্গম পর্বত ও সমতলপথ পাড়ি দিতে অনেক কাঠখড় পোড়াতে হয় প্রতিযোগীদের। কিন্তু সব কষ্ট জয় করে শেষ লাইনে পৌঁছান ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া (১৯৬৫) শিব শংকর পাল। তার এ ঐতিহাসিক মুহূর্তে পাশে ছিলেন স্ত্রী শিখা শংকর পাল, পরিবারের সদস্যরা এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা, যারা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
শিব শংকর পাল বলেন, “লাল-সবুজের পতাকা নিয়ে দৌড়ানো সবসময়ই আমার জন্য গর্বের।” তার আশা, ভবিষ্যতে বাংলাদেশেও আন্তর্জাতিক মানের ম্যারাথনের আয়োজন হবে, যেখানে অংশ নেবে বিশ্বের হাজারো দৌড়বিদ। এতে শুধু দেশের নামই উজ্জ্বল হবে না, আবিষ্কৃত হবে দেশের সম্ভাবনাময় নতুন প্রতিভারা।
তিনি জানান, এটি তার ১৩৪তম আন্তর্জাতিক ম্যারাথন, আর স্বপ্ন ১৫০তম দৌড়ে বাংলাদেশের পতাকা হাতে আরও একবার বিশ্বমঞ্চে দাঁড়ানো।