রবিবার, ৬ই জুলাই, ২০২৫| সকাল ৬:০৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮ জন

প্রতিবেদক
staffreporter
জুলাই ৪, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮ জন

দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৮ জন রোগী। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫৬ জন।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) — ১৫০ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যথাক্রমে ৩৯ জন করে, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ২৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে মশার বিস্তার রোধে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত