বুধবার, ২রা জুলাই, ২০২৫| রাত ১২:২৮

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
staffreporter
জুলাই ১, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী অনুষ্ঠানসূচির কিউআর কোড উন্মোচন করা হয় এবং একটি চার মিনিটের ‘জুলাই ট্রিবিউট’ ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তির’ চেক তুলে দেন।

ড. ইউনূস বলেন, “আমরা আজ যে মাসব্যাপী কর্মসূচির সূচনা করছি, তা শুধুই স্মরণ নয়, বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণি-পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, এবারও সেই ঐক্য আরও সুসংহত হোক।” তিনি আরও বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য—গণতান্ত্রিক অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে অর্জিত সংস্কারের সুযোগকে হারাতে না দেওয়া।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি