মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| রাত ১১:৫৪

১৮ জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস

প্রতিবেদক
staffreporter
জুলাই ১, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
১৮ জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস

১৮ জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস

১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, “সরকার পহেলা জুলাই ‘জুলাই’ উদযাপনের জন্য তার ক্যালেন্ডার ঘোষণা করতে চলেছে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে, অনেক গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে। মঙ্গলবার অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশের দিকে চোখ রাখুন।”

এর আগে আরেক পোস্টে তিনি বলেন, সাংবাদিকতার ব্যর্থতার ফলেই আজ প্রেসার গ্রুপ গড়ে উঠছে। তিনি লেখেন, “বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। গত ১৫ বছরে তাদের ন্যূনতম নাগরিক স্বাধীনতা ছিল না।”

তিনি আরও দাবি করেন, “গত বছরের ২৮ জুলাই কিছু শীর্ষ সাংবাদিক শেখ হাসিনাকে বলেছেন— ‘এদের খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’। এখন এই বাস্তবতা থেকে নতুন করে ভয় তৈরি হচ্ছে, এবং সেই ভয় থেকেই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি