ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা, আহত ২
ইরাকের উত্তরের কিরকুক শহরের প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকের সামরিক ও বেসামরিক ব্যবহৃত এই বিমানবন্দরে দুটি বিস্ফোরক রকেট আঘাত হানে।
স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার ফলে বিমানবন্দরের সামরিক অংশে দু’জন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। রকেট দুটি কাতিউশা ধরনের ছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়নি, অপরটি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
রকেট হামলার আরেকটি নিশানা ছিল কিরকুক শহরের উরুবা এলাকার একটি আবাসিক ভবন। সেখানেও একটি রকেট আঘাত হানে, তবে ওই সময় বাড়িটি ফাঁকা থাকায় কেউ হতাহত হননি।
কিরকুক বিমানবন্দরের বেসামরিক অংশ— যাত্রী ও সাধারণ নাগরিকদের চলাচলের জন্য নির্ধারিত এলাকা— সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এই বিমানবন্দর এলাকার একটি বড় অংশ সামরিক কাজে ব্যবহৃত হয়। এখানে রয়েছে ইরাকের সামরিক বাহিনীর ঘাঁটি, ফেডারেল পুলিশের কার্যালয় এবং সরকার-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী ‘হাশেদ আল শাবি’র দপ্তর।
ইরাকে আগেও বিভিন্ন সময় মার্কিন ঘাঁটি, নিরাপত্তা চৌকি এবং সরকারি স্থাপনায় রকেট হামলা চালানো হয়েছে। এসব হামলার পেছনে সাধারণত ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা পাওয়া যায়। তবে কিরকুকে সাম্প্রতিক এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি, এবং হামলার উদ্দেশ্যও পরিষ্কার নয়।
সূত্র: আরব নিউজ