পাকিস্তানে আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্তরা
মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে পাকিস্তানে পেট্রোল ও হাইস্পিড ডিজেলের দাম। সোমবার (১ জুলাই) দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেট্রোলের দাম লিটারপ্রতি ৮ দশমিক ৩৬ রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ১০ দশমিক ৩৯ রুপি বাড়ানো হয়েছে। সিদ্ধান্তটি একই দিন থেকেই কার্যকর হয়েছে।
ফলে এখন ভোক্তা পর্যায়ে পেট্রোল বিক্রি হচ্ছে ২৬৬ দশমিক ৭৯ রুপি এবং হাইস্পিড ডিজেল বিক্রি হচ্ছে ২৭২ দশমিক ৯৮ রুপিতে।
এর আগে সর্বশেষ ১৬ জুনও মূল্যবৃদ্ধি হয়েছিল। তখন পেট্রোলের দাম বেড়েছিল ৪ দশমিক ৮০ রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম ৭ দশমিক ৯৫ রুপি।
দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওগরা জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি হয়েছে। যদিও ২৪ জুন যুদ্ধবিরতির পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমতে শুরু করেছে।
এই মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত জনগণের ওপর। কারণ পেট্রোল ও ডিজেল পরিবহন এবং যাতায়াত খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলে পরিবহন ব্যয় বেড়ে যাবার কারণে নিত্যপণ্যসহ অন্যান্য খরচও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে।
সূত্র: জিও নিউজ