ভারতের তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৩৪ জন নিহত
ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৩৪ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। এই তথ্য মঙ্গলবার (১ জুলাই) সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
জেলা প্রশাসনের বরাতে জানা গেছে, সিগাচি কেমিক্যালস কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত চারজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও বাকি ২৩ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (পুরনো টুইটার) প্ল্যাটফর্মে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কারখানার ছাদ উড়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে পড়েছিল এবং ভিতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করলে মৃতদেহের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে।
তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং বলেন, বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের কারণে ছাদ উড়ে গেছে এবং অনেক শ্রমিকের মরদেহ ১০০ মিটার দূরে পড়ে রয়েছে।
প্রাথমিক ধারণা, রাসায়নিক বিক্রিয়ার কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এই ঘটনায় বিরোধী ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলঙ্গানার কংগ্রেস সরকারের ওপর ‘পূর্ণাঙ্গ ও স্বচ্ছ’ তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত ও রাজ্যপাল জিষ্ণু দেববর্মাও শোক প্রকাশ করেছেন।