হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচার, এখনই ব্যবহার করুন ফোনেই
হোয়াটসঅ্যাপ এখন আর শুধু তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের মাধ্যম নয়—জরুরি নথি পাঠানো, জরুরি মিটিং, এমনকি চ্যানেল পরিচালনার কাজও হয়ে থাকে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপেই। এসব কাজের জন্য প্রায়শই প্রয়োজন পড়ে ডকুমেন্ট স্ক্যান করে পাঠানোর, যা অনেক সময় স্ক্যানার ছাড়া সম্ভব হয় না। তবে এবার সেই ঝামেলা দূর করে হোয়াটসঅ্যাপেই যুক্ত হয়েছে ‘স্ক্যান ডকুমেন্ট’ নামের নতুন একটি ফিচার।
এই ফিচারটি ব্যবহার করে এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি ফোনের ক্যামেরা দিয়ে যেকোনো কাগজ বা ডকুমেন্ট স্ক্যান করে তাৎক্ষণিকভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠাতে পারবেন। কোনো থার্ড পার্টি অ্যাপ বা অতিরিক্ত অ্যাপ ডাউনলোডের প্রয়োজন নেই। বর্তমানে এই সুবিধা দেওয়া হচ্ছে কেবল অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। উল্লেখযোগ্য বিষয় হলো, আইওএস ব্যবহারকারীরা কয়েক মাস আগেই এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পেয়েছেন।
অ্যান্ড্রয়েডে যারা হোয়াটসঅ্যাপের ২.২৫.১৮.২৯ বিটা ভার্সন ব্যবহার করছেন, তারা ইতোমধ্যেই এই ফিচারটি দেখতে পাচ্ছেন। অনেকেই গুগল প্লে স্টোর থেকে নতুন ভার্সন আপডেট করেই এটি ব্যবহার করতে পারছেন।
নতুন এই ফিচারটি পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের ‘অ্যাটাচমেন্ট’ মেনুতে। সেখানে আগে থেকে থাকা ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’র পাশাপাশি এখন ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশনও দেখা যাবে। এই অপশন চাপলে ক্যামেরা চালু হবে এবং সেখান থেকেই কাগজপত্র স্ক্যান করে সরাসরি পিডিএফ তৈরি করা যাবে।
এই ফিচারে রয়েছে দুটি মোড—ম্যানুয়াল এবং অটো। ম্যানুয়াল মোডে ব্যবহারকারী নিজে ছবি তোলার সময় বেছে নিতে পারবেন, আর অটো মোডে হোয়াটসঅ্যাপ নিজেই ডকুমেন্ট চিহ্নিত করে স্ক্যান ও প্রসেস করবে। ফলে এখন থেকে প্রয়োজনীয় নথি কাউকে পাঠাতে সময় বা ঝামেলা—দুটোই অনেকটাই কমে যাবে।