মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| দুপুর ১২:১৮

খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল, তবে সুযোগ মেলেনি: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদক
staffreporter
জুন ২৭, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ
খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল, তবে সুযোগ মেলেনি: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল, তবে সুযোগ মেলেনি: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ চাঞ্চল্যকর এক দাবি করেছেন—ইরানের সঙ্গে চলমান যুদ্ধে তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল। তবে সেই সুযোগ তারা পাননি বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েলের চ্যানেল-১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাৎজ বলেন, “আমাদের পরিকল্পনা ছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার। কিন্তু আমরা তাকে টার্গেট করার সুযোগ পাইনি। যদি আমরা তাকে দেখতে পেতাম, তাহলে তাকে হত্যা করতাম।”

এই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন একটি পদক্ষেপ নেওয়ার আগে অনুমতি চেয়েছিলেন কি না? উত্তরে কাৎজ বলেন, “এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না।” তার এই বক্তব্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে নতুন বিতর্ক তৈরি করতে পারে।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি দাবি করেন, “ভুয়া ইহুদিবাদী সরকারকে আমরা যুদ্ধে হারিয়েছি।” সেইসঙ্গে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রকেও আমরা মুখে থাপ্পড় মেরেছি।” ধারণা করা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর তিনি নিরাপদ স্থানে সরে যান এবং সেখান থেকেই এই ভাষণ দিয়েছেন।

খামেনিকে হত্যার পরিকল্পনা ও তার বক্তব্য—এই দুইটি পাল্টাপাল্টি বিবৃতি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়াবে বলেই বিশ্লেষকদের আশঙ্কা।
সূত্র: টাইমস অব ইসরায়েল.

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি