মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| দুপুর ১২:১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

প্রতিবেদক
staffreporter
জুন ২৭, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো পারমাণবিক আলোচনায় বসার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৭ জুন) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রেখেছে এবং কূটনৈতিকভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

আরাগচি বলেন, “আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম, তখন তারা আমাদের বিশ্বাস ভেঙে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পথ করে দেয়। এতে বোঝা যায়, তারা শুধু আলোচনার ভান করে আমাদের অধিকার হরণ করতে চেয়েছিল।”

তিনি আরও অভিযোগ করেন, “যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ইসরায়েলি দখলদার শক্তিকে তারা হামলার জন্য সরাসরি উসকে দিয়েছে।” এছাড়া তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক দ্বিচারিতা ভবিষ্যতের আলোচনার ক্ষেত্রকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।

তবে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমি এখনো বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ট্রাম্প যা বলছেন, তা পরস্পরবিরোধী ও বাস্তবতাবিবর্জিত।”

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, যার জেরে টানা ১২ দিন রক্তক্ষয়ী সংঘর্ষ চলে দুই দেশের মধ্যে। এতে ইরানে নিহত হয় অন্তত ৬০৬ জন এবং আহত হয় ৫ হাজারের বেশি। জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে অন্তত ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জন আহত হয়।

২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ অস্ত্রবিরতিতে সম্মত হলেও, পরিস্থিতি এখনও রয়ে গেছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে যেমন অনিশ্চয়তা রয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি