মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| দুপুর ১২:১২

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল

প্রতিবেদক
staffreporter
জুন ২৭, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনেই আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স শুক্রবার (২৭ জুন) পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে চালানো ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, শুধু গত চার সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৪৯ জন, আহত হয়েছেন ৪ হাজার ৬৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত আরও ১০৩টি মরদেহ হাসপাতালে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ২১৯ জন। তবে অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও খোলা রাস্তায় পড়ে আছে, যেগুলো উদ্ধারের জন্য উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত ১৮ মার্চ ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করে। এরপর থেকে এই দ্বিতীয় দফা হামলায় ৫ হাজার ৯৩৬ জন নিহত এবং ২০ হাজার ৪১৭ জন আহত হয়েছেন। এ হামলার মধ্য দিয়ে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিও ভেঙে যায়।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে একটি মামলার বিচার চলমান রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত