মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| বিকাল ৫:৫৮

ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা জরুরি: সেনাপ্রধান

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা জরুরি: সেনাপ্রধান

ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা জরুরি: সেনাপ্রধান

বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সুস্থ জাতি গঠনের জন্য ক্রীড়া ও শারীরিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।

মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘অলিম্পিক ডে রান ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, “বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সারা বছরজুড়ে বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রমের আয়োজন করে। ক্রীড়াকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য ভালো থাকলে জাতিও ভালো থাকবে।”

সেনাপ্রধান মাঠ সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, “ঢাকায় খেলার মাঠের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। খেলার জায়গার অভাবে শিশু-কিশোররা মানসিক ও শারীরিকভাবে পিছিয়ে পড়ছে। এজন্য এমন উদ্যোগগুলো চালু রাখা খুব গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ, জাতীয় ক্রীড়াবিদ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।

এর আগে, বাংলাদেশ শিশু একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অলিম্পিক ডে রান–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান। অলিম্পিক আন্দোলনের আদর্শ ছড়িয়ে দিতে এবং ক্রীড়া সচেতনতা বাড়াতে প্রতিবছর এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশব্যাপী ক্রীড়া ও শারীরিক সুস্থতা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি