মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৭:০৫

মাত্র ৫০০ টাকা থেকে ১৯৫ কোটি! কপিল শর্মার রূপকথার মতো সাফল্য

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
মাত্র ৫০০ টাকা থেকে ১৯৫ কোটি! কপিল শর্মার রূপকথার মতো সাফল্য

মাত্র ৫০০ টাকা থেকে ১৯৫ কোটি! কপিল শর্মার রূপকথার মতো সাফল্য

একসময় মাত্র ৫০০ টাকার পারিশ্রমিকে কর্মজীবন শুরু করেছিলেন কপিল শর্মা। আজ তিনি ভারতের অন্যতম সফল কৌতুকশিল্পী, যিনি উপার্জনের দিক থেকে অনেক বলিউড তারকাকেও টেক্কা দেন। সিনেমার বড় পর্দায় তেমন একটা দেখা যায় না, ইংরেজিতেও দখল কম—তবুও ‘কমেডি’কে মূলধন করে তিনি পৌঁছে গেছেন কোটি টাকার ঘরে।

পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিল প্রথমে গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই আসেন। তবে ভাগ্য তাকে গায়কের পরিবর্তে গড়ে তুলেছে এক সফল কৌতুক অভিনেতা হিসেবে। ‘কমেডি নাইটস উইথ কপিল’ ও ‘দ্য কপিল শর্মা শো’-এর মাধ্যমে তিনি ভারতের কমেডি জগতের চেহারা বদলে দিয়েছেন।

বর্তমানে তার অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ শুধু টিভিতেই নয়, ওটিটিতেও সমান জনপ্রিয়। এই শো ইতোমধ্যে তৃতীয় সিজনে পৌঁছেছে। প্রতি সিজনে ১৩টি এপিসোড করে, আর প্রতিটি পর্বের জন্য তিনি পেয়েছেন ৫ কোটি টাকা পারিশ্রমিক। অর্থাৎ, শুধু এই অনুষ্ঠান থেকেই তার মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৯৫ কোটি টাকা!

২১ জুন থেকে সম্প্রচার শুরু হওয়া তৃতীয় সিজনেও তিনি একই পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন।

এক দশকের বেশি সময় ধরে বিনোদনের জগতে রাজত্ব করে চলেছেন কপিল শর্মা। শুধু মঞ্চে নয়, বাস্তব জীবনেও তার হাস্যরস ও উপস্থিত বুদ্ধি তাকে এনে দিয়েছে অগণিত দর্শকের ভালোবাসা এবং বিনোদনের রাজপাটে একচেটিয়া অবস্থান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি