মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| দুপুর ১২:১২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাজ্যের সোয়াসের যৌথ পিএইচডি প্রোগ্রাম শুরু

প্রতিবেদক
staffreporter
জুন ২২, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাজ্যের সোয়াসের যৌথ পিএইচডি প্রোগ্রাম শুরু

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাজ্যের সোয়াসের যৌথ পিএইচডি প্রোগ্রাম শুরু

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডি ডিগ্রির সুযোগ চালু হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস), ইউনিভার্সিটি অব লন্ডনের সঙ্গে যৌথভাবে পিএইচডি প্রোগ্রাম শুরু করেছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন পেয়েছে।

গত ১৬ জুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাস এবং সোয়াসের লন্ডন ক্যাম্পাসে একযোগে যৌথ পিএইচডি প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামের মাধ্যমে গ্লোবাল ডেভেলপমেন্ট বা বৈশ্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের উন্নতমানের গবেষণার সুযোগ তৈরি হবে।

ইউজিসির অনুমতিপত্রে বলা হয়েছে, এটি নীতিগতভাবে অনুমোদিত এবং ‘বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে পিএইচডি নীতিমালা ২০২৫’ অনুযায়ী ভবিষ্যতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

দীর্ঘদিনের দাবির পর নানা জটিলতার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু করতে না পারলেও, ৫ আগস্ট অধ্যাপক ড. এসএমএ ফায়েজ ইউজিসির চেয়ারম্যান হওয়ার পর বিষয়টি এগিয়ে নেওয়া হয়। ২২ মার্চ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির এক সভায় তিনি পিএইচডি নীতিমালা শিগগিরই চূড়ান্ত করার ঘোষণা দিয়েছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সোয়াসের উপাচার্য অধ্যাপক অ্যাডাম হাবিব, ব্র্যাক বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার উপস্থিত ছিলেন।

এই যৌথ পিএইচডি প্রোগ্রাম ‘পলিটিক্যাল ইকোনমি অব ডেভেলপমেন্ট’ বিষয়ের ওপর পরিচালিত হবে, যেখানে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং সোয়াসের ডিপার্টমেন্ট অব ইকোনমিকস ও ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ অংশগ্রহণ করবে।

প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা টেকসই শাসনব্যবস্থা, সামাজিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করতে পারবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে অসাধারণ উল্লেখ করে এর সফলতা কামনা করেন। সোয়াসের উপাচার্য অধ্যাপক অ্যাডাম হাবিব বলেন, এই সহযোগিতা গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার পথে বাধা দূর করে বৈশ্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাক বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, এটি গবেষণাভিত্তিক ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করবে।

ইউজিসি জানায়, নীতিমালা অনুমোদনের পর দেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ও পিএইচডি প্রোগ্রাম চালু করতে পারবে, তবে শুরুতে শর্ত পূরণ করে প্রথম সারির কিছু বিশ্ববিদ্যালয় এ সুযোগ নিতে পারবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি