মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৭:০৪

‘সিতারে জামিন পার’ প্রদর্শনীতে তিন খানের মিলনমেলা, উন্মাদনায় মাতলো বলিউড

প্রতিবেদক
staffreporter
জুন ২০, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
‘সিতারে জামিন পার’ প্রদর্শনীতে তিন খানের মিলনমেলা, উন্মাদনায় মাতলো বলিউড

‘সিতারে জামিন পার’ প্রদর্শনীতে তিন খানের মিলনমেলা, উন্মাদনায় মাতলো বলিউড

আমির খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’-এর বিশেষ প্রদর্শনীতে এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন কিংবদন্তি তারকা—শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। আগামী ২০ জুন মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিলই তুঙ্গে, তবে তিন খানের একসঙ্গে উপস্থিতি সেই উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে।

মুম্বাইয়ের একটি সিনেমা হলে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে বলিউডের আরও অনেক পরিচিত মুখ উপস্থিত থাকলেও আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল এই তিন সুপারস্টারের মিলনমেলা। বহু বছর পর একসঙ্গে তিনজনকে একই অনুষ্ঠানে দেখে দর্শকরা রীতিমতো অভিভূত।

প্রদর্শনীর পর সালমান খানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ছবির প্রশংসা করতে দেখা যায়। ভিডিওতে তিনি আমির খানের সঙ্গে হাস্যরসের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন এবং সাংবাদিকদের উদ্দেশে মজার ভঙ্গিতে বলেন, “এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না।” তার এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে যায়। কেউ কেউ লিখেছেন, “আমরা এই বন্ধুত্ব ভাঙব না,” আবার কেউ মন্তব্য করেছেন, “বেস্ট ফ্রেন্ডস!”

প্রদর্শনীতে তিন খানের বাইরেও উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, ইমরান খান, জুনেইদ খান, তামান্না ভাটিয়া, আমির খানের মেয়ে ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরেসহ আরও অনেক বলিউড তারকা। এই অনুষ্ঠানটি একসঙ্গে তারকাবহুল, আবেগঘন ও ঐতিহাসিক এক সন্ধ্যায় পরিণত হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত