ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে ইরান: সিএনএন
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ অন্য শক্তিগুলোর জড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এরইমধ্যে সামনে এসেছে নতুন এক চাঞ্চল্যকর তথ্য—ইরান ইসরায়েলের দিকে ছুড়েছে প্রায় ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ড্রোন।
বৃহস্পতিবার (১৯ জুন) সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেসামরিক এলাকাকে সরাসরি আঘাত করেছে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন, যাদের মধ্যে সামরিক সদস্য ও সাধারণ নাগরিক দুজনই রয়েছেন।
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা “ট্রু প্রমিজ ৩” অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দিকে সেজিল-২ নামক দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার এবং এটি গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
তবে সিএনএন জানিয়েছে, ইরানের দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সংঘাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।