মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| দুপুর ১২:১৮

ইসরায়েলি হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলল উত্তর কোরিয়া

প্রতিবেদক
staffreporter
জুন ১৯, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
ইসরায়েলি হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলল উত্তর কোরিয়া

ইসরায়েলি হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলল উত্তর কোরিয়া

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই আচরণ ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন এবং এটি মানবতার ওপর আঘাত। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের বর্তমান সংকটময় পরিস্থিতি প্রমাণ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য এক ধরনের ‘ক্যান্সার’ এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির পাশাপাশি একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়। এই সংঘাত টানা ছয় দিন ধরে চলছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি