তথ্য উপদেষ্টার ওপর হামলায় হতাশা প্রকাশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, সরকারের দায়িত্বশীল সদস্য হিসেবে শুধু নিজ মন্ত্রণালয়ের নয়, অতিরিক্ত অনেক দায়িত্বও পালন করতে হয়। তিনি বলেন, “ছাত্রদের সমস্যা বা আন্দোলনের যৌক্তিক দাবি মেটানোর জন্য সবসময় আন্তরিক থাকার চেষ্টা করি। এমনকি অন্য মন্ত্রণালয়ের বিষয়েও মাঝে মাঝে সমঝোতা গড়ে তোলার চেষ্টা করি।”
তিনি আরও উল্লেখ করেন, “সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়টি আমার সরাসরি দায়িত্ব না হলেও দায়বদ্ধতার জায়গা থেকে আমি উদ্যোগ নিয়েছি।” এরপর তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, “কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে আমি হতাশ। ভাই তো চাইলে বলতে পারতেন, ‘এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয়’, কিন্তু তিনি তা করেননি।”
এদিকে, বুধবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনের মধ্যে কথা বলতে গেলে ছাত্রদের পক্ষ থেকে মাহফুজ আলমের দিকে পানির বোতল ছোড়া হয়। এতে তিনি বিরক্ত হয়ে বক্তব্য শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে বুধবার সকালেই আবাসন সংকটসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়। বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে লং মার্চ শুরু করলে মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের কাছে পৌঁছায়। সেখানে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। এরপর থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন, যা বৃহস্পতিবারেও অব্যাহত ছিল।