ক্রেডিট কার্ড ছাড়াই বাংলালিংকের সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা
স্মার্টফোন কেনার চিন্তা এখন আর ভোগান্তির কারণ নয়। বাংলালিংক নিয়ে এসেছে “সহজ কিস্তিতে স্মার্টফোন” অফার, যার মাধ্যমে দেশের যেকোনো নাগরিক ক্রেডিট কার্ড ছাড়াই ফোরজি স্মার্টফোন কিনতে পারবেন বাংলালিংক সেন্টার থেকে।
এই অফারের মাধ্যমে বাংলালিংক দেশের প্রান্তিক ও গ্রামীণ জনগণকে ফোরজি নেটওয়ার্কে যুক্ত করতে চায়। মাত্র ১৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন কেনার সুযোগ থাকছে, আর বাকি মূল্য সহজ কিস্তিতে ৯ মাসে পরিশোধ করা যাবে। ফলে যাঁরা এখনো টুজি বা থ্রিজি ফোন ব্যবহার করছেন, তাঁরাও সহজেই উন্নত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।
বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন জানান, এই পদক্ষেপ ডিজিটাল অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে। তাঁর ভাষায়, “আমরা স্মার্টফোন কেনার অর্থনৈতিক বাধা দূর করতে এবং যাঁদের ব্যাংকিং সুবিধা নেই, তাঁদের জন্যও প্রযুক্তিকে সহজলভ্য করতে এই উদ্যোগ নিয়েছি।”
এই সুবিধার আওতায় স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাচ্ছেন তিন মাসে ১৮ জিবি ফ্রি ইন্টারনেট, অরেঞ্জ ক্লাবের গোল্ড টিয়ারে উন্নীত হওয়ার সুযোগ, এবং মাইবিএল অ্যাপে ১৫০% পর্যন্ত বোনাস অফার।
আইটেল, টেকনো এবং ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোনগুলো বাংলালিংক সেন্টার থেকে কিস্তিতে কেনা যাবে। আবেদন প্রক্রিয়াও খুব সহজ। পামপে অ্যাপ ব্যবহার করে মাত্র ৩০ মিনিটেই পুরো আবেদন সম্পন্ন করা সম্ভব।
এই উদ্যোগ প্রযুক্তির সঙ্গে মানুষের দূরত্ব কমিয়ে আনতে একটি কার্যকর পদক্ষেপ হয়ে উঠছে।