ঢাকা বোট ক্লাবে টেকনিশিয়ান নিয়োগ, আবেদন চলবে ১৩ জুন পর্যন্ত
ঢাকা বোট ক্লাব সম্প্রতি টেকনিশিয়ান/সিনিয়র টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসি, ভিআরএফ ও রেফ্রিজারেশন বিভাগে কর্মরত এই পদে দুইজন দক্ষ জনবল নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ মে ২০২৫ থেকে এবং চলবে ১৩ জুন পর্যন্ত।
এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে, ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট https://www.dhakaboatclub.com এর মাধ্যমে।
চাকরির ধরন পূর্ণকালীন এবং কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবে ঢাকায়।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি রয়েছে দুপুরের খাবারে আংশিক ভর্তুকি, বছরে দুইটি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা।
আবেদন ও বিস্তারিত জানতে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। আগ্রহীদের ১৩ জুন ২০২৫-এর মধ্যে আবেদন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।