ভারতীয় সংবাদমাধ্যমকে ‘সার্কাস’ ও ‘সিনেমা’র সঙ্গে তুলনা, তোপে সোনাক্ষী-ঋত্বিক
ভারতীয় সংবাদমাধ্যমের নাটকীয় ও অতিনাটকীয় সংবাদ পরিবেশনের ধরন নিয়ে নানা সময়েই সমালোচনা হয়েছে, তবে সম্প্রতি তা যেন আরও তীব্র আকার ধারণ করেছে। কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন কিংবা ভুয়া তথ্য ব্যবহার করে উত্তেজনা ছড়ানো ভারতীয় মিডিয়ার কাছে নতুন কিছু নয়। ক্যামেরার সামনে চিৎকার, লাফানো, এমনকি দৌড়ে সংবাদ পাঠ করা যেন অনেকটাই নিয়মে পরিণত হয়েছে।
সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে দেশটির বেশ কয়েকটি শীর্ষ সংবাদমাধ্যম এমন কিছু ভুয়া ভিডিও ও ছবি প্রচার করেছে, যা ইন্টারনেট থেকে সংগ্রহ করে পাকিস্তানে হামলার দৃশ্য হিসেবে দেখানো হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় মিডিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে সরাসরি ‘সার্কাস’ বলে অভিহিত করেন এবং তাদের অতিনাটকীয় শব্দ প্রয়োগ, চিৎকার-চ্যাঁচামেচি এবং তথ্য বিভ্রাটের কৌশলের কঠোর সমালোচনা করেন।
সোনাক্ষীর সঙ্গে সুর মিলিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। তিনি এক ফেসবুক পোস্টে রসিকতা করে লিখেছেন, “আমাদের এখানে নিউজ চ্যানেল গুলো কি ভালো ফিকশন কন্টেন্ট বানাচ্ছে!” এ মন্তব্যের পরপরই নেটিজেনরা তার সঙ্গে একমত পোষণ করেন এবং মজার-মজার মন্তব্য করতে থাকেন। কেউ লিখেছেন, “প্রতিটি ছায়াছবির ভিএফএক্স, সঞ্চালকের অভিনয় আর সাইরেনের আবহসংগীত মন কাড়ছে।” আরেকজন লিখেছেন, “তাও আবার ভিডিও গেমের ফুটেজ দিয়ে!”
ঋত্বিক এই মন্তব্যগুলো বেশ উপভোগ করেন এবং নিজেও ব্যঙ্গ-বিদ্রুপে অংশ নেন। এক মন্তব্যে তিনি বলেন, “মিউজিক ডিরেকশান আর ভিএফএক্স-এ ক্রিয়েটিভিটির অভাব থাকলেও সঞ্চালকের প্রাণঢালা অতি-অভিনয় মনে রাখবো অনেক দিন।” উত্তরে এক নেটিজেন যুক্ত করেন, “এবং অতি চিৎকার…” তখন আরেকজন মজা করে বলেন, “মনে হয় না স্টুডিওতে, যেন খোলা মাঠে খবর শোনাচ্ছে!”
আরও এক নেটিজেন লিখেছেন, “জল ঘোলা, মাছও প্রচুর, মিডিয়ার দোষ নেই।” এর জবাবে ঋত্বিক বলেন, “জল ঘোলা, প্রচুর মাছ, আর মিডিয়া চন্দনে চোবানো তুলসীপাতা।”
উল্লেখ্য, এটাই প্রথম নয়, এর আগেও সংবাদমাধ্যমের অতিরঞ্জিত রিপোর্টিং নিয়ে মুখ খুলেছিলেন ঋত্বিক। একবার এক বিতর্কিত সাংবাদিককে ‘গাধা’ বলেও মন্তব্য করেছিলেন, যা তখনো নেটিজেনদের সমর্থন পেয়েছিল।
সবমিলিয়ে, সোনাক্ষী ও ঋত্বিকের এমন খোলামেলা সমালোচনায় আবারও আলোচনায় এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন—যা অনেকের কাছে এখন বিনোদনের নতুন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।