নৌপথে পণ্য মজুতের বিরুদ্ধে অভিযান চলছে: কোস্ট গার্ড
নৌপথে জাহাজে পণ্য মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সংস্থাটি জানায়, গত রমজান মাসে শুরু হওয়া এ অভিযান এখনও কার্যকর রয়েছে এবং নিয়মিত টহলের মাধ্যমে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর ঢাকা জোনের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঢাকা জোনের আওতায় দুটি জাহাজ ও ২৩টি উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, পাটুরিয়া, দৌলতদিয়া এবং চাঁদপুর অঞ্চলে নিয়মিত টহল ও জরুরি অভিযান পরিচালিত হচ্ছে।
গত চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত) পরিচালিত অভিযানে এই জোনের তত্ত্বাবধানে উদ্ধার করা হয়েছে ২৬টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ২৫ পিস ইয়াবা, ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা। আটক করা হয়েছে ১২ জন কিশোর গ্যাং সদস্য, ৪ জন চাঁদাবাজ, ৩ জন ছিনতাইকারী এবং একজন দুষ্কৃতিকারী। পাশাপাশি দুর্গম চরাঞ্চলে ১ হাজার ৬৪৭ জন দরিদ্র অধিবাসীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুরসহ তৎসংলগ্ন এলাকায় যৌথ ও একক উদ্ধার অভিযানে ১০টি মৃতদেহ ও ২ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়। যাত্রী ও নৌযান নিরাপদে গন্তব্যে পৌঁছাতে টহল, তল্লাশি এবং জরুরি উদ্ধার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাগলা ও চাঁদপুরের স্টেশনগুলোতে সার্বক্ষণিক ডুবুরি দল প্রস্তুত থাকে দুর্ঘটনার তাৎক্ষণিক সাড়ার জন্য।
সংবাদ সম্মেলনে নদীতে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত বিষয়ে জানতে চাইলে মো. ইমতিয়াজ হোসেন জানান, কোস্ট গার্ডের নিজস্ব কোনো ফরেনসিক কার্যক্রম নেই। তবে দেশের জনগণের প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় প্রস্তুত এবং নীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে সমুদ্র ও নদীপথে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে।