সোমবার, ১২ই মে, ২০২৫| রাত ১২:৪৯

মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট পোপ লিও চতুর্দশ হিসেবে নির্বাচিত

প্রতিবেদক
staffreporter
মে ৯, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট পোপ লিও চতুর্দশ হিসেবে নির্বাচিত

মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট পোপ লিও চতুর্দশ হিসেবে নির্বাচিত

রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট পোপ লিও চতুর্দশ হিসেবে নির্বাচিত হন। তিনি প্রথমবারের মতো একজন মার্কিন নাগরিক হিসেবে পোপ নির্বাচিত হলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভ্যাটিকানে বৃহস্পতিবার (৮ মে) সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া উঠলে এই ঘোষণা আসে, যা ইঙ্গিত দেয় যে, ১৩৩ জন কার্ডিনাল নির্বাচক নতুন পোপ নির্বাচিত করেছেন। প্রায় ৭০ মিনিট পর, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় উপস্থিত হন পোপ লিও চতুর্দশ।

নতুন পোপের নাম ঘোষণা করেন ফরাসি কার্ডিনাল ডমিনিক মাম্বের্তি, ঐতিহ্যবাহী লাতিন ভাষায় ‘হাবেমুস পাপাম’ (আমরা পোপ পেয়েছি) উচ্চারণের মাধ্যমে। সেই মুহূর্তে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

৬৯ বছর বয়সী রবার্ট প্রেভোস্ট শিকাগোর জন্ম। যদিও তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দক্ষিণ আমেরিকার পেরুতে একজন মিশনারি হিসেবে। তাকে ২০২৩ সালে কার্ডিনাল ঘোষণা করা হয়। প্রেভোস্ট প্রচারমাধ্যমে খুব কমই সাক্ষাৎকার দেন এবং জনসম্মুখেও তেমন কথা বলেন না।

গত মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর, যিনি প্রথম লাতিন আমেরিকান পোপ ছিলেন, তার আমলে ক্যাথলিক চার্চে আধুনিকতা ও খোলামেলা আলোচনার ধারার সূচনা হয়। ফ্রান্সিস নারী ধর্মযাজকতা ও এলজিবিটি ক্যাথলিকদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্কের সুযোগ দেন, যা ঐতিহ্যবাদীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ