চরিত্রে বাস্তবতার জন্য ১২ দিন গোসল ছাড়েন আমির খান
বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খান তার অভিনয়ের নিখুঁততা ও চরিত্রে মগ্ন হয়ে যাওয়ার জন্য পরিচিত। সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা জানিয়েছেন এমনই এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা—চরিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি টানা ১২ দিন গোসল করেননি, তাও একবার নয়, দু’বার।
আমির জানান, প্রথমবার এমনটি করেন ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাখ’ ছবির জন্য। ওই ছবিতে তিনি এমন একজন তরুণের চরিত্রে অভিনয় করেছিলেন, যে বাড়ি ছেড়ে রাস্তায় বসবাস শুরু করে। চরিত্রের সঙ্গে সম্পূর্ণ মিশে যাওয়ার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে গোসল বন্ধ রাখেন, যেন বাস্তবেই যেন তিনি একজন পথবাসীর মতোই দেখান।
এরপর একই সিদ্ধান্ত নেন ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোলাম’ ছবির জন্য। ছবির ক্লাইম্যাক্স অংশে একটি টানা অ্যাকশন দৃশ্য ছিল, যেখানে আমিরকে প্রচণ্ড মারধরের শিকার হতে দেখা যায়। সেই দৃশ্যের ধারাবাহিকতা বা ‘কনটিনিউটি’ বজায় রাখতে তিনি এক সপ্তাহ গোসল না করার সিদ্ধান্ত নেন। আমির বলেন, “প্রতিদিন গোসল করলে নতুন ও সতেজ দেখাত, যা চরিত্রের ক্ষতবিক্ষত অবস্থা নষ্ট করে দিত।”
‘গোলাম’ ছবিটি পরিচালনা করেছিলেন বিক্রম ভাট। এতে আমিরের বিপরীতে ছিলেন রানি মুখার্জি। ছবিটি অ্যাকশন ঘরানার এবং মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। অন্যদিকে, ‘রাখ’ পরিচালনা করেছিলেন আদিত্য ভট্টাচার্য, যেখানে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন সুপ্রিয়া পাঠক ও পঙ্কজ কাপুর।
এই দুটি ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়, কেন আমির খান বলিউডে ‘পারফেক্টশনিস্ট’ নামে পরিচিত—কারণ চরিত্রের জন্য তিনি করতে পারেন যেকোনো ত্যাগ।