বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫| সকাল ১০:৪২

মালয়েশিয়ায় পাম অয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণ, বাংলাদেশিসহ আহত ৪

প্রতিবেদক
staffreporter
মে ৬, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
মালয়েশিয়ায় পাম অয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণ, বাংলাদেশিসহ আহত ৪

মালয়েশিয়ায় পাম অয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণ, বাংলাদেশিসহ আহত ৪

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি পাম অয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণে বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হয়েছেন। শনিবার (৩ মে) সকাল ৯টা ১১ মিনিটে কোয়ালা সেলাঙ্গরের বেস্টারি জায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার জানান, বিস্ফোরণের সময় স্টিম বয়লার ব্যবহার করে কারখানার শ্রমিকেরা পানি গরম করছিলেন। ঠিক সেই সময় বয়লারটি বিস্ফোরিত হয় এবং আশপাশে থাকা চারজন কর্মীর শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে পা, দগ্ধ হয়।

আহতদের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশি, একজন মালয়েশীয় এবং দুইজন নেপালি নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। খবর পেয়ে বেস্টারি জায়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার কেন্দ্র থেকে চারটি অগ্নিনির্বাপক দল এবং একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের তানজং কারাং হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত না করায় এ ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত