গাজায় স্থল অভিযান জোরদারে রিজার্ভ সেনা ডাকল ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে স্থল অভিযান চালাতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকেছে ইসরায়েল। রোববার (৪ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর প্রধান আয়াল জমির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাজায় অভিযান আরও জোরদার ও বিস্তৃত করতে এই সেনাদের ডাকা হয়েছে।
এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো, যখন আন্তর্জাতিক মহল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে জিম্মিদের মুক্ত করার আহ্বান জানাচ্ছে। তবে এসব আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তার এই হুমকির পরপরই রিজার্ভ সেনাদের খসড়া আদেশ পাঠানোর কথা জানালেন আইডিএফ প্রধান।
আয়াল জমির বলেন, “এই সপ্তাহে গাজায় আমাদের সামরিক অভিযান আরও জোরালো ও বিস্তৃত করতে আমরা হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে নিচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে জিম্মিদের মুক্ত করা এবং হামাসকে পরাজিত করা। মাটির ওপরে ও নিচে হামাসের যত অবকাঠামো আছে, সব ধ্বংস করা হবে।”
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে হামাস যে জিম্মিদের ধরে এনেছিল, তাদের অনেকেই মারা গেছেন। যুদ্ধকালীন সময়ে যারা মুক্তি পেয়েছেন, তাদের বেশিরভাগই তা পেয়েছেন যুদ্ধবিরতির সময়। তবুও ইসরায়েল নতুন করে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যাচ্ছে।
এই অবস্থায় গাজায় আরও বড় পরিসরে অভিযান চালানোর পরিকল্পনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, যা আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।