হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা
হেফাজতে ইসলাম বাংলাদেশ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক মহাসমাবেশ থেকে দুটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান জানান, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ের জন্য বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও, মহাসমাবেশে ১২ দফা ঘোষণাপত্র তুলে ধরা হয়, যা পাঠ করেন হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। ঘোষণাপত্রের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় ছিল:
১. নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধের পরিবর্তে আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের আলোকে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানানো হয়। নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআনবিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে এবং নতুন কমিশন গঠন করতে হবে।
২. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে এবং ‘বহুত্ববাদ’-এর ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। এলজিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি এবং অন্তর্ভুক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।
৩. শাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের বিচার সম্পন্ন করতে হবে।
এছাড়া, হেফাজতের অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল সরকারের গৃহীত নীতিমালা ও সিদ্ধান্তগুলোর পুনর্বিবেচনা, এবং দেশের ইসলামিক মূল্যবোধের উপর ভিত্তি করে সমাজ গঠন করার আহ্বান।