শাহরুখ ও আল্লু অর্জুনকে এক ছবিতে দেখতে চান বিজয় দেবেরাকোন্ডা
বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিভাজনের প্রাচীর ভেঙে ফেলার কথা জানালেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্বপ্ন— বলিউডের বাদশা শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন একসঙ্গে অভিনয় করুন একই সিনেমায়। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়েভস সামিট’ অনুষ্ঠানে এই আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই অভিনেতা।
অনুষ্ঠানে মডারেটর ছিলেন করণ জোহর। বিজয় করণকে উদ্দেশ করে বলেন, ‘শাহরুখ খান ও আল্লু অর্জুন যদি একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটা কেবল একটি ছবি হবে না, বরং তা হবে একতা, উদযাপন এবং শক্তির প্রতীক।’ তিনি আরও বলেন, ‘দেশকে এক করতে হলে সিনেমাকেও এক হতে হবে।’
বিজয়ের মতে, সময় এসেছে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করার। তাঁর বক্তব্যে উঠে আসে একটি বড় কোল্যাবরেশনের আহ্বান— যা ভারতের চলচ্চিত্র জগতকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। শাহরুখের শেষ ছবির ৮০০ থেকে ১০০০ কোটির বক্স অফিস সাফল্য এবং আল্লু অর্জুনের আসন্ন ‘পুষ্পা টু’ ছবিকে ঘিরে ১০০০ কোটির প্রত্যাশার কথা তুলে ধরে বিজয় বলেন, এই দুই শক্তিকে একত্র করলে শুধু বক্স অফিস নয়, পুরো ভারতীয় সিনেমার ভবিষ্যৎ বদলে যেতে পারে।