সংস্কার জুনের মধ্যেই শেষ করার পরামর্শ জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হবে। তাই সংস্কার ও বিচার কার্যক্রম যদি নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হয়, তাহলে এপ্রিল মাসের মধ্যেই তা শেষ করা উচিত। কারণ এরপর কোরবানির ঈদ এবং ঝড়বৃষ্টির মৌসুম শুরু হয়ে যাবে, যা কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।
শনিবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমিরদের সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি জানান, সরকার ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫-এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেছে। এই সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করা গেলে নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে।
সরকারের গৃহীত সংস্কার পরিকল্পনা আরও গতিশীল করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতার মাধ্যমেই সময়মতো নির্বাচন নিশ্চিত করা যাবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
নারী অধিকার সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, কমিশনের কিছু সুপারিশ কোরআনের শিক্ষার পরিপন্থী। তিনি অভিযোগ করেন, এসব সুপারিশ বাস্তবায়িত হলে দেশের পারিবারিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এ কারণে তিনি “কোরআনবিরোধী” হিসেবে মন্তব্য করা কমিশন বাতিলের আহ্বান জানান এবং বলেন, এ বিষয়ে সরকারকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার সঠিক পদক্ষেপ নেবে।