গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৩১; মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫২ হাজার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনেই আরও অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে। শুক্রবার (২ মে) আল জাজিরা এবং আনাদোলু বার্তা সংস্থার বরাতে এই তথ্য জানা গেছে।
আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার সারাদিন গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩১ জন, এবং শুক্রবার ভোরেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। গাজা থেকে তাদের সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলের টানা ৬০ দিনের অবরোধকে বেসামরিক জনগণের ওপর “ইচ্ছাকৃত শ্বাসরোধ” হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, এই যুদ্ধের মূল লক্ষ্য বন্দিদের মুক্তি নয়, বরং “শত্রুদের ওপর বিজয়” অর্জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত হয়েছেন আরও ৭৭ জন। সংঘাত শুরুর পর থেকে গাজায় আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৯১ জনে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন বা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে। এর পেছনে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার প্রশ্নে মতানৈক্যকে কারণ হিসেবে দেখানো হয়। নতুন দফায় এই হামলায় ২৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই নিরবচ্ছিন্ন আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে চলমান এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।