এক ফোনেই দুই হোয়াটসঅ্যাপ: সহজেই চালান দুটি অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপ বর্তমানে শুধু মেসেজিংয়ের নয়, ছবি আদান-প্রদান থেকে শুরু করে অডিও ও ভিডিও কলের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। অনেকেরই ব্যক্তিগত ও পেশাগত কারণে দুটি ভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজন পড়ে। এজন্য সাধারণত দুটি স্মার্টফোন ব্যবহার করতে হয়, যা যেমন অস্বস্তিকর, তেমনি ব্যয়বহুলও। তবে এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সহজেই একই ডিভাইসে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো যায়, তাও কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই।
চলুন দেখে নেওয়া যাক, কীভাবে আপনি আপনার একটি ফোনেই দুটি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী এক অ্যাকাউন্ট থেকে আরেকটিতে স্যুইচ করতে পারবেন।
একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর ধাপ:
১. প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. ওপরে ডান পাশে থাকা তিনটি ডট আইকনে ট্যাপ করুন।
৩. সেখান থেকে Settings অপশন সিলেক্ট করুন।
4. Account অপশনে গিয়ে Add account-এ ট্যাপ করুন।
৫. শর্তাবলী পড়ার পর Agree and continue সিলেক্ট করুন।
৬. এবার দ্বিতীয় একটি ফোন নম্বর দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
দুই অ্যাকাউন্টের মধ্যে কিভাবে স্যুইচ করবেন:
১. হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. আবার ডান পাশের তিন ডটে ট্যাপ করুন।
৩. Switch accounts অপশনে ক্লিক করুন।
৪. এরপর যেই অ্যাকাউন্টে যেতে চান, সেটি বেছে নিলেই আপনি সরাসরি সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।
এই উপায়ে আপনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন একটি ফোনেই, কোনো ঝামেলা ছাড়াই।
আপনি কী আগে কখনো এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেখেছেন?