বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫| সন্ধ্যা ৭:৩০

আইএমএফ ঋণের কিস্তি অনুমোদন: চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, ৫ মে-এর বৈঠকে সম্ভাব্য সিদ্ধান্ত

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ৩০, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
আইএমএফ রিভিউ সফল, জুনেই মিলতে পারে ১.৩ বিলিয়ন ডলার

আইএমএফ ঋণের কিস্তি অনুমোদন: চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, ৫ মে-এর বৈঠকে সম্ভাব্য সিদ্ধান্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি অনুমোদনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ৫ মে ওয়াশিংটনে অনুষ্ঠিত স্টাফ লেভেল বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর পল্টনে আয়োজিত ‘ম্যাক্রোইকোনমিক পার্সপেক্টিভ অ্যান্ড ফিসকাল মেজারস’ শীর্ষক সেমিনারে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এখনও কোন চূড়ান্ত অ্যাগ্রিমেন্ট হয়নি, তবে সুযোগ শেষ হয়ে যায়নি।’

তিনি আরও জানান, ৫ মে স্টাফ লেভেল বৈঠকের পর ২৩ মে আইএমএফ বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা আশাবাদী, ঋণের কিস্তির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’

আইএমএফ-এর সঙ্গে এখনো কিছু বিষয়ে আলোচনা ও দরকষাকষি চলছে, বিশেষ করে বিনিময় হার উন্মুক্তকরণের বিষয়ে মতপার্থক্য রয়েছে।

সেমিনারে আরও বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, ফিকির নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।

প্রসঙ্গত, চলতি সফরে আইএমএফ-এর পক্ষ থেকে ঋণের কিস্তি অনুমোদন বিষয়ে ঘোষণা আসার কথা ছিল, তবে আলোচনার অসমাপ্ত অবস্থানের কারণে তা পিছিয়ে গেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ