সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:৩৫

৯৯টি বাড়ির মালিক গায়ক মিকা সিং

প্রতিবেদক
staffreporter
মার্চ ৫, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
৯৯টি বাড়ির মালিক গায়ক মিকা সিং

৯৯টি বাড়ির মালিক গায়ক মিকা সিং

বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং সম্পত্তি বিনিয়োগে বিশেষ আগ্রহী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমানে তার মালিকানাধীন বাড়ির সংখ্যা ৯৯টি!

মিকার কথায়, তিনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে ভালোবাসেন, যদিও শুরুতে তার কোনো পরিকল্পনা ছিল না এতগুলো বাড়ির মালিক হওয়ার। একসময় মাত্র ৭৫ টাকা বেতনে কাজ করা মিকা এখন ১০০টি বাড়ির মালিক হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন।

তিনি জানান, ২০১২ সালে প্রথম একটি ফ্ল্যাট কেনার পর সেটিই তার এত প্রিয় হয়ে ওঠে যে, ওই ভবনে আরও ছয়টি ফ্ল্যাট কিনেছেন।

শুধু বাড়ি নয়, মিকার একটি ১০০ একরের জমিও রয়েছে, যা থেকে প্রায় দেড়শোটি পরিবার উপার্জন করে। এছাড়া তার ৯৯তম বাড়ির অন্দরসজ্জার দায়িত্ব পালন করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান।

মিকা মনে করেন, অর্থের সঠিক ব্যবহারের জন্য সম্পত্তিতে বিনিয়োগ করা সবচেয়ে কার্যকর। কেউ সোনা বা অন্যান্য বিলাসবহুল জিনিসে টাকা খরচ করলেও তিনি বাড়ি কেনাকেই অগ্রাধিকার দেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ