রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪০

৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৩১, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ
৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে অন্তর্বর্তী সরকার

৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে অন্তর্বর্তী সরকার

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক আন্দোলনের মুখোমুখি হয়েছে তার নেতৃত্বাধীন সরকার।

দেশের সংকটময় পরিস্থিতির মধ্যেই গত ছয় মাসে অন্তর্বর্তী সরকারকে ১৩৬টি আন্দোলন সামাল দিতে হয়েছে, যা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। বুধবার (২৯ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংগঠনটির ফেসবুক পোস্টারে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাহসী নেতৃত্বের প্রতীকী আবক্ষ চিত্র তুলে ধরা হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, “অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে।” আরও উল্লেখ করা হয়, “স্বাধীনতার ৫৪ বছরে এত অল্প সময়ে এত আন্দোলন মোকাবিলা করার নজির নেই আর কোনো সরকারের।”

এই ঘোষণার সঙ্গে একটি প্রশ্নও রাখা হয়েছে, “যৌক্তিক, অযৌক্তিক সবধরনের দাবি নিয়ে প্রতিদিন মাঠে নামছে বিভিন্ন পক্ষ। সরকার আন্দোলন মোকাবিলা করেই টিকে আছে। কিন্তু গত ১৫ বছরের সব দাবি একসঙ্গে নিয়ে যেভাবে সবাই নামছে, সরকার কাজ করবে কখন?”

নতুন সরকারের প্রতি বিরোধী পক্ষ, ছাত্র সংগঠন এবং পেশাজীবী মহল থেকে আসা লাগাতার দাবির চাপে প্রশাসনিক কার্যক্রম কতটা প্রভাবিত হচ্ছে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সরকারের দায়িত্বশীল মহল মনে করছে, এত আন্দোলনের মধ্যে স্থিতিশীলতা বজায় রেখে নীতিগত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে উঠছে। তবে সরকার যে এখন পর্যন্ত শক্ত হাতে পরিস্থিতি সামাল দিচ্ছে, তা এই পরিসংখ্যানই প্রমাণ করছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ