প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী বাহিনী কমানোর পরিকল্পনার অংশ হিসেবে ৫ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে ক্ষুব্ধ ভোটারদের প্রতিক্রিয়ার মুখে পড়েছেন কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা।
পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই এই ছাঁটাই কার্যকর হবে। প্রতিরক্ষা বিভাগ ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা নিয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে ধারণা করা হচ্ছে, এই ছাঁটাই এখানেই শেষ হবে না।
সংস্থাটির শীর্ষস্থানীয় কর্মকর্তা দারিন সেলনিক জানিয়েছেন, পেন্টাগন আপাতত নতুন নিয়োগ স্থগিত রাখবে। তিনি বলেন, শেষ পর্যন্ত প্রতিরক্ষা বিভাগের ৯ লাখ ৫০ হাজার বেসামরিক কর্মীর মধ্যে ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনা হবে।
এদিকে, একই দিনে এফবিআইও ঘোষণা দিয়েছে, তাদের ১ হাজার ৫০০ কর্মীকে ওয়াশিংটনের সদর দপ্তর থেকে সরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বদলি করা হবে। সরকারি হিসাব অনুযায়ী, এফবিআইয়ের প্রতি চারজন কর্মীর একজন ওয়াশিংটনে কর্মরত।